দুর্নীতির মামলায় জামিন পেলেন বিমানের ১০ কর্মকর্তা

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ কর্মকর্তা জামিন পেয়েছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ১০ কর্মকর্তা। এরপর শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ জামিনের এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন শুনানি করেন। আর দুদকের পক্ষে ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।
জামিনপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত) লুতফে জামাল, সাবেক সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন তালুকদার (কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক সহকারী ব্যবস্থাপক রাজীব হাসান (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন তালুকদার (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক সহকারী ব্যবস্থাপক কে এন আলম (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সহকারী ব্যবস্থাপক ফজলুল হক (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে কার্গো আমদানি শাখা), সাবেক সহকারী ব্যবস্থাপক সৈয়দ আহমদ পাটোয়ারি (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক সহকারী ব্যবস্থাপক মনির আহমেদ মজুমদার (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে পিআরএল), সাবেক ব্যবস্থাপক এ কে এম মঞ্জুরুল হক (আমদানি, বর্তমানে অবসরপ্রাপ্ত) এবং সাবেক সহকারী ব্যবস্থাপক শাহজাহান (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত)।
গত বছরের ১৭ ডিসেম্বর বিমানের সাবেক মহাব্যবস্থাপক (কার্গো) ও পরে মার্কেটিং অ্যান্ড সেলসের পরিচালক (বর্তমানে অবসর) মোহাম্মদ আলী আহসান ও সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতেখার হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছিলেন আদালত।
গত ৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৬ কর্মকর্তাকে আসামি করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *