সিটি নির্বাচন: আদালতের আদেশ মেনে চলতে বললেন কাদের

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশ মেনে আন্দোলন থেকে সরে আসন্ন ৩০ জানুয়ারি ঢাকা সিটির ভোটে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বিজ্ঞাপন

তিনি বলেন, আদালতের নির্দেশ মেনে আন্দোলন থেকে সরে আসেন। ভোটের তারিখ নিয়ে কোর্ট যে আদেশ দিয়েছেন, আমি মনে করি তা মেনে চলা উচিত।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।

হাইকোর্ট যা রায় দেন তা ভেবেচিন্তেই দেন, তাই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন নিয়ে যারা সমাবেশ করছেন, তাদের সেখান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কাদের।

তিনি বলেন, নির্বাচনের তারিখ যেহেতু আদালত থেকে নিদিষ্ট করা হয়েছে, তাই এটা নিয়ে কারো কথা বলা উচিত নয়, নির্বাচন কমিশনের আগেই ভাবা উচিত ছিল এই তারিখটি নিয়ে। যেহেতু তারা আগে ভাবেনি আর এখন আদালত পর্যন্ত গড়িয়েছে, বিষয়টি তাই এ নিয়ে সবাইকে সহনসীল হওয়ার আহ্বান তিনি।

ধর্ষকদের ক্রসফায়ারে দেয়ার দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা সংবিধানে নিষিদ্ধ, তাই এটা সাপোর্ট করা কারোই উচিত নয়, সরকারও করে না। সংসদে এটা নিয়ে যারা কথা বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *