আমাদের অবস্থান পরিষ্কার আমরা ইভিএমের পক্ষে

জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগ ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পক্ষে রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা ইভিএমের পক্ষে। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আশুগঞ্জ নদীবন্দরের উন্নয়ন এবং সরাইল-আশুগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। ভারতীয় ঋণচুক্তির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
কাদের বলেন, নির্বাচন এক দফা পেছানোর পর আর পেছানোর কোনো সুযোগ নেই। পুনরায় পেছালে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হতে পারে।
ইভিএমের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে তা কতটা ব্যবহার হবে না হবে, সেটি পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই। এখন আর অ্যানালগে থাকার সময় নেই। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ইভিএম পদ্ধতিতেই ইলেকশন পুরোপুরি করবে না আংশিক করবে, এটা আমাদের এখতিয়ারে নেই। এটা ইলেকশন কমিশনের বিষয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ উপস্থিত ছিলেন।
এদিকে, ২২ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোট নিতে প্রয়োজনে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছিলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। আরেকটি ১ ফেব্রুয়ারি আসছে, যে পদ্ধতিতে ঢাকার নগরবাসীর ভোটের অধিকার কেড়ে নেয়া হবে। আমরা তীব্রভাবে আপত্তি জানিয়েছি। এখনো বলছি, এ ইভিএম ব্যবহার বন্ধ রাখুন এবং প্রয়োজনে ভোট পিছিয়ে দিয়ে ব্যালটে ভোট নেয়ার ব্যবস্থা করুন। অন্যথায় এ দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *