রাজউকের সাবেক হিসাবরক্ষকের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) সাবেক হিসাবরক্ষক মো. জামাল উদ্দিনের স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করা হয়। মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

অভিযোগের বিবরণীতে জানা‌ গে‌ছে, অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ১ কো‌টি ২০ লাখ ২২ হাজার ৪৬৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে তা নিজ ভোগ দখলে রাখেন রাজউকের সাবেক হিসাবরক্ষক মো. জামাল উদ্দিনের স্ত্রী শিরিন আক্তার। ১৯৯৭ সাল থে‌কে ২০১৬ সা‌লের ২৫ অক্টোবর পর্যন্ত এ আর্থিক অ‌নিয়‌মের ঘটনা‌টি ঘ‌টে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *