আনোয়ারায় জায়গা-জমি নিয়ে সশস্ত্র হামলা

অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : আনোয়ারায় সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে। জায়গা-জমি নিয়ে দু‘পক্ষের মধ্যে বিরোধে জেরে হামলার ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান। গত রোববার রাতে উপজেলার বটতলী রুস্তমহাট এয়াকুব আলী মাদ্রাসা এলাকায় প্রতিপক্ষ এ ঘটনা ঘটায়।
আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় দু‘পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে।
ভুক্তভোগী হাশমত আলী জানান, রোববার সন্ধ্যায় দু‘পক্ষের মধ্যে জায়গা-জমির বিরোধ নিয়ে আনোয়ারা থানায় সালিশি বৈঠক হয়েছিল। এর আগে বহুবার সালিশ বৈঠকে না বসে তাল বাহনা শুরু করে। তাদের কোন বৈধ কাগজপত্র না থাকায় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্ধ বারবার সালিশ বৈঠক ডাকলেও তারা সেখানে উপস্থিত হননি। বিতর্কিত করার জন্যই প্রতিপক্ষ এঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে।
বৈঠক শেষ করে রাতে বাড়ি ফেরার পথে বটতলী রুস্তমহাট এলাকায় পৌঁছলে প্রতিপক্ষ মোরশেদ, ফারুক, আনিস, সাহাবউদ্দিন, মহিউদ্দিন ও জসিম অতর্কিতভাবে হামলা চালায়।
বটতলী ইউপি সদস্য মোহাম্মদ দিদার এ ব্যাপারে আজকের দেশকে বলেন, তারা দু‘পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধলে আমি জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে সরিয়ে দেই। কিন্তু একপক্ষ উল্টো আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মারামারির ঘটনায় দু‘পক্ষই থানায় অভিযোগ করেছে। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *