দেশে প্রথম ভাসমান কোয়ারেন্টিন ইউনিট চালু

জীবন-যাপন বরিশাল সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নৌপথে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী জেলায় প্রবেশ করা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য পটুয়াখালী নদী বন্দরে এমভি এ আর খান লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী লঞ্চঘাটে এমভি এ আর খান লঞ্চে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টিন ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হেমায়েত উদ্দিন, নদীবন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন এলাকা থেকে নদীপথে আগত ব্যক্তিদের নিরাপত্তাসহ জেলাবাসীকে নিরাপদে রাখতে এ উদ্যোগ।

জেলায় করোনাভাইরাস সামাজিক সংক্রমিত হওয়ায় তিনি জেলাবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *