করোনায় পানির চাহিদা বাড়ায় শঙ্কায় ওয়াসা

জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে রাজধানীতে বেড়েছে পানির চাহিদা। ঢাকা ওয়াসা জানিয়েছে, লকডাউনে রাজধানীর জনসংখ্যা কমে গেলেও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে পানির ব্যবহার বেড়েছে। সাধারণ ছুটি শেষ হলে পানির চাহিদা আরো বাড়বে বলে জানিয়েছে ওয়াসা। এ অবস্থায় রিজার্ভার সঙ্কটের শঙ্কায় রয়েছে তারা।
প্রচলিত তথ্য অনুযায়ী দুই কোটিরও বেশি মানুষের বসবাস এই রাজধানীতে। বিপুল এ নগরবাসীর পানির চাহিদা গড়ে প্রায় ২শ ৬০ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসা পানি উৎপাদন করতে পারে দৈনিক ২শ ১০ থেকে ২শ ৪০ কোটি লিটার।
কিন্তু অঘোষিত লকডাউন ঘোষণার পরপরই রাজধানী ছেড়ে যায় প্রায় এক কোটি মানুষ। এ অবস্থায় পানির চাহিদা প্রায় ৫০ ভাগ কমে যাওয়ার কথা। তাহলে বাড়তি পানি দিয়ে কী করছে ওয়াসা? এমন প্রশ্নে ওয়াসা বলছে, ভিন্ন কথা।
ওয়াসার দাবি, রাজধানী থেকে মানুষ কমলেও পানির ব্যবহার বেড়ে গেছে আগের চেয়ে অনেক বেশি।
নারায়নগঞ্জের সোনাকান্দা ও গোদনাইল, সায়েদাবাদ ফেইজ এক ও দুই এবং চাঁদনীঘাট পানি শোধনাগারের পাশাপাশি ৯শ ৩০টি গভীর নলকুপের মাধ্যমে প্রতিদিন পানি উৎপাদন করা হয়। এরপরও ২০ থেকে ৫০ কোটি লিটার ঘাটতি থেকে যায়।
এ অবস্থায় পানি উৎপাদন কিংবা শোধনাগারের ধারণক্ষমতা বাড়ানো না গেলে আগামী গরমের মৌসুমে পানির সংকট দেখা দিতে পারে।


বিজ্ঞাপন