সাভারের কাউন্দিয়ায় এসপি’র ত্রাণ বিতরণ

ঢাকা সারাদেশ

এসএম আর শহিদ : রাজধানী মিরপুর নিকটবর্তী সাভারের কাউন্দিয়া ইউনিয়নে শনিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ সরদারের উদ্যোগে কাউন্দিয়া ফাঁড়ির ইনচার্জ প্রাণ কৃষ্ণ অধিকারীর নেতৃত্বে অসহায় গরিব দুঃখী ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবু বক্কর সিদ্দিক, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য অহিদ, ০৫ নংওয়ার্ড ইউপি সদস্য মো. আইয়ুব আলী। ত্রাণ বিতরণের সময় প্রাণ কৃষ্ণ অধিকারী বলেন, মহামারী করোনা ভাইরাসের সময়ে সাধারণ শ্রমজীবী মানুষ লকডাউন থাকায় তাদের দুরবস্থা চিন্তা করে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ সরদার স্যারকে জানানো হলে তিনি বিষয়টি চিন্তা করে তার সাধ্যমত ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১০০পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করেন। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমগ্র বাংলাদেশ যখন সাধারণ ছুটি ঘোষণা করা হয় তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় তাদের সাধ্যমত সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে এবং এই করোনা ভাইরাসে মৃত্যু বরণ করলে যখন কেউ তার আত্মীয়-স্বজন পর্যন্ত তাদের লাশ ধরে না সেখানে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে সৎকার করছে। আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত খোঁজখবর নিচ্ছে, রাতের আধারে এই পুলিশ বাহিনী খাবার পৌঁছে দিচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে। কাউন্দিয়া ইউনিয়নের একজন বাসিন্দা বলেন আমাদের কাউন্দিয়া ইউনিয়নে প্রাণ কৃষ্ণ অধিকারী ফাঁড়ির ইনচার্জ যোগদান করার পর থেকেই এই ইউনিয়ন খুব শান্তশিষ্ট হয়ে গেছে। নেই কোনো সন্ত্রাসী, নেই কোন চাঁদাবাজি। উল্লেখযোগ্য কোন মাদক ব্যবসায়ী চোখে পড়ছে না। এ বিষয়ে কাউন্দিয়া ইউনিয়নের ফাঁড়ির ইনচার্জ প্রাণ কৃষ্ণ অধিকারী কবির ভাষায় বলেন, সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দু:খে নিজের খাবার বিলিয়ে দিব অন্যের মুখে। তিনি আরো বলেন আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি কাউন্দিয়া ইউনিয়নকে নিরাপদে রাখার।


বিজ্ঞাপন