স্বরূপকাঠীতে ৩ জন করোনা শনাক্ত

সারাদেশ স্বাস্থ্য

মো. মুছা খান, স্বরূপকাঠী : নেছারাবাদ উপজেলায় পরপর দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর সোমবার নতুন করে মিলল আরেক করোন রোগী। জানা গেছে তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। গত ১৩-০৫-২০২০ইং তারিখ ঢাকা থেকে বাড়ি এসেছেন। তার বাড়ী স্বরূপকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগন্নাথকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বালিবাড়ী স্কুলের পাশে। এনিয়ে স্বরূপকাঠীতে মোট ০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারপরেও মানুষের মধ্যে নেই কোন আতঙ্ক। সাধারণ মানুষের ভিড়ে স্বরূপকাঠী বাজরে ঈদের কেনাকাটা উপলক্ষ্যে গার্মেন্টসসহ কসমেটিক্সের দোকান গুলোতে বাড়ছে জনসমাগম। যার কারণে করোনা আতঙ্ক ভয়াবহ রূপ নিচ্ছে নেছারবাদ উপজেলার বিভিন্ন এলাকায়। এছাড়াও কাঁচামাল ও বিভিন্ন পন্য সরবারহ করতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল হতে নতুন নতুন গাড়ি পন্য নিতে স্বরূপকাঠীতে প্রবেশ করছে। যার ফল স্বরূপ বাছড়ে করোনা আতঙ্ক। জানা গেছে প্রথম দুইজন রোগী যারা ছিল নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বাসিন্দা। তা সত্যেও নদীর ওপাড় এপাড়ে খেয়া পাড়া পাড়ে মানুষের মধ্যে নেই কোন সামাজিক দূরত্ব এবং করোনা মাহামারির আতঙ্ক।


বিজ্ঞাপন