জীবনের বেশিরভাগ ঈদ পরিবার ছাড়াই কাটে পুলিশের

অপরাধ জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক : কারো চাকরির বয়স উনচল্লিশ বছর কারো বা এক যুগ। এত বছরে ছুটি মিলেছে সর্বোচ্চ পাঁচ কি ছয় ঈদে। জীবনের বেশিরভাগ ঈদ তাই কেটে যায় পরিবারপরিজন ছাড়া কর্মস্থলে। বৈশ্বিক মহামারি করোনা পুলিশ সদস্যদের ঈদে অপেক্ষার সাথে যোগ করেছে উৎকণ্ঠা।


বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিন সকালেও যথারীতি ব্যস্ত কলাবাগান থানার টহল টিম। কনস্টেবল কামাল পুলিশে চাকরি করছেন উনচল্লিশ বছর। এত বছরে ঈদে ছুটি পেয়েছেন হাতেগোনা। যদিও পুলিশ বাহিনীর জন্য ঈদে বিশেষ খাবারের ব্যবস্থা থাকলেও মন পড়ে থাকে পরিবারের কাছেই।

তিন সন্তানের জনক টহল টিমের নেতৃত্বে থাকা এএসআই ভিডিও কলের মাধ্যমে ঈদের কুশলাদি বিনিময় করছেন বটে, তবে তার আসল ঈদের অপেক্ষার পালা শেষ হবে মহামারি শেষে যখন মিলবে ছুটি।

পুলিশের চাকরিতে ঈদে স্বজনের জন্য অপেক্ষা নতুন কিছু নয়। তবে অদৃশ্য শত্রু করোনা ভাইরাস যোগ করেছে চরম উদ্বেগ। তাতেও দমে যাননি পুলিশ সদস্যরা।

করোনাযুদ্ধে তেজগাঁ থানার আঠারো জন পুলিশ সদস্য সংক্রমিত হয়েছে। এমন অবস্থা ডিএমপির প্রায় সব থানার। তারপরও ঈদে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত খোলা আছে থানাগুলো।