কানাইঘাটে কাল বৈশাখী ঝড়ে শতাধিক বাড়ী ঘর বিধ্বস্ত, গাছপালার ব্যাপক ক্ষতি

সারাদেশ

শাহ ইসমাইল, সিলেট ব্যুরো: কানাইঘাট উপজেলায় গত ২দিনের কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়ীঘর বিধ্বস্ত ও দুই শতাধিক ঘরের আংশিক ক্ষতি সাধন এবং ব্যাপক গাছপালার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এবং গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় হয়। এসব কালবৈশাখী ঝড়ে উপজেলার সবকয়টি ইউনিয়নের ঘরবাড়ী ব্যাপক ক্ষতি সাধিত হয়। রাজাগন্জ ইউনিয়নের বাসিন্ধা সিলেট মেজরটিল্লা ইসলামপুর শাখার রুপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: ফখরুল ইসলাম ও রাজাগন্জ ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সেকেট্রারী এ,টি,এম সোহেল রানা জানিয়েছেন তাদের এলাকায় ইউনিয়নের কালবৈশাখী তান্ডবে শতাধিক আধাপাকা কাঁচা বসত ঘর বিধ্বস্ত হয়েছে। শতাধিক ঘরের আংশিক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি গাছপালা উপড়ে পড়েছে। এলাকায় শত শত গাছপালা বিধ্বস্ত হয়েছে। ফতেগন্জ গ্রামের তরুন মুরব্বী মো: ইদ্রিস আলী, শাহ সুলেমান, কবির আহমদ জানিয়েছেন কাল বৈশাখী ঝড়ে তাদের ফতেগন্জ মৌজার সবকটি গ্রামে বেশ কিছু বাড়ী ঘরের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কয়েকটি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। বড় হাওর এলাকার বোরো ফসলের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ঝিংগাবাড়ী শহরউল্লা এলাকার তরুন সমাজ সেবক বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এমাদ আহমদ জানিয়েছেন গত মঙ্গলবার সকাল ১০টায় তার এলাকায় কাল বৈশাখী জড়ে তাদের এলাকায় শতাধিক বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষতি সাধন ও বাড়ী ঘরের টিনের চালা উড়ে নেওয়ার খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন