আতঙ্কের আরেক নাম নড়াইলের কলাবাড়িয়া

অপরাধ সারাদেশ

প্রতিনিয়ত চলছে ভাংচুর লুটপাট

 

মে: রফিকুল ইসলাম, নড়াইল: অধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ইউপি সদস্য কাইয়ুম সিকদার খুনের জেরে ধরে নড়াইলের কলাবাড়িয়া এলাকা এখন আতঙ্ক আরেক নাম। কলাবাড়িয়া ইউনিয়নের বিলাফোর, মুলখানা, কালিনগর সংলগ্ন এই চার গ্রামব্যাপি চলছে সন্ত্রাসী তান্ডব।
প্রতিপক্ষ পরিবারগুলোর দেড় শতাধিক ঘর-বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ সরজমিনে গিয়ে পাওয়া গেছে।
হামলা,আতঙ্কিত মানুষ প্রানের ভয়ে ছাড়ছে নিজ গ্রাম। অবশ্য পুলিশের দাবি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে।
গ্রামজুড়ে ধ্বংসের চিহ্ন দেখে কোন সুপার সাইক্লোনের তান্ডব মনে হলেও ভুক্তভোগীদের অভিযোগ,সন্ত্রাসের ভয়াল থাবায় সবকিছু এভাবে তছনছ হয়ে গেছে।
এলাকার অধিপত্য নিয়ে কলাবাড়িয়া সবুর ফকির মোল্যা ও ইউ পি সদস্য কাইয়ুম সিকাদারের পক্ষের মধ্যে দ্বন্দ্বে ২৬মে কাইয়ুম সিকদার খুনের জেরে কাইয়ুম পক্ষের নরকীয় হামলায় দু’দিন আগের সাজানো গোছানো সংসার এক একটি ধ্বংসস্তুুপে পরিনত হয়েছে।
রাত নামলেই দুর্বৃত্তরা বাড়ি বাড়ি হানা দিয়ে সহায় সম্বল লুটে নিচ্ছে।
এ অবস্থায় শতাধিক পরিবার ইতিমধ্যে ভিটেমাটি ফেলে পালিয়েছে।
হামলা হুমকির মুখে প্রতিদিনই আতঙ্কিত হয়ে মানুষ গ্রাম ছাড়ছে ভয়ে।
চরম নিরাপত্তাহীনতায় ভিটেমাটি আঁকড়ে থাকা ভুক্তভোগী মানুষেরা নিজেদের উপর ঘটে যাওয়া বর্বরতার বিচার দাবি করছেন।


বিজ্ঞাপন