নড়াইলে খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

অপরাধ সারাদেশ

মো: রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলের খালে মাছ শিকার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার চররামসিদ্দী গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ২ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হয়েছে।
বাকিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করছে,মামলা প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,রামসিদ্দী খালে বাঁধ দিয়ে মাছ শিকারকে কেন্দ্র করে ঐ গ্রামের ফকির ও সিকদারদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এক পর্যায়ে শনিবার উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে,এতে নারিসহ উভয় পক্ষে অন্তত ১২ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে আজিজুর ফকির ও জুবায়ের নামে গুরুত্বর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ২ জনকে হাসপাতাল চত্বর থেকে পুলিশ আটক করেছে।


বিজ্ঞাপন

নড়াইল সদর হাসপাতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডা. মো. জিদার চৌধুরী বলেন, ‘বেশীর ভাগই রোগীর মাথায় ইনজুরি ছিল। এদের মধ্যে দুজনের গুরুতর জঘম থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
বাকীদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা চলছে।