চেক জালিয়াতচক্রের প্রতারণার শিকার যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : স্বার্থবাদী মিথ্য মামলায় হয়রানির শিকার যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল ইসলাম। তার বাড়ী কুমিল্লার দেবিদ্বারের। বন্ধুকে বিশ্বাস করে দেয়া সাইন করা চেকে ইচ্ছা স্বাধীন বসানো অংকের মামলার শিকার তিনি। শুধু এখানেই থেমেনেই বন্ধু শহিদের বিশ্বাস নিয়ে বেইমানির খেলা, ভূয়া মামলা তুলতে দাবী করেছেন ১২ লাখ টাকা। মিথ্যা হামলায় হয়রানি করা চক্রের হোতা শহিদউল্যা রায়পুরের উদমারা গ্রামের হাছানুজ্জানের ছেলে। আর সহযোগী মোমিনুল ইসলাম ঢাকা রামপুরার ৬০ ওমর আলী লেন, ওয়াপদা রোড রামপুরা বাজারের বাসিন্দা। যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল ইসলাম বন্ধুত্বের সম্পর্কের সূত্রধরে সাইফুলের ছোট ভাইয়ের দুবাই ফ্লাইটের টিকিটের জন্য সাইন করা চেক (চেক নং- ২২২২৪৬৬, ওয়ান ব্যাংক) দেয় বন্ধু শহিদকে। পরবর্তীতে সেই চেকে প্রতারকচক্রের হোতা শহিদ তার সহযোগী মোমিনকে দিয়ে ৬০ লাখ টাকা অংক বসিয়ে ভূয়া মামলা (ঢাকা মামলা সিআর ১৪৫/২০১৩ইং) দায়ের করে। আবার সেই মামলা ফিরিয়ে নিতে মোটা অংকের টাকা দাবী করে এই সংঘবদ্ধ চক্র। এ যেন ঠিক চোরের উপর বাটপারি। নিরুপায় ভীত সাইফুল দিশেহারা হয়ে শহিদকে মামলা উঠাতে ১২ লাখ টাকার প্রস্তাবে রাজি হয়ে নগদ ২ লাখ টাকা ও ১০ লাখ টাকার একটি চেক প্রদান করে (দশ লক্ষ টাকার চেক নং এনআরবি ব্যাংক-০০০০০০৩) এবং একটি ষ্টাম্প করতে রাজি হয়। ষ্টাম্পে উল্লেখ থাকে মামলা উঠাতে চাহিদার ৪০% টাকা পরিশোধ করলে মামলা উঠানো হবে। চাপে পরে সাইফুল আরো দেড় লাখ টাকা দিলে মোট দেওয়া হয় সাড়ে তিন লাখ টাকা। এভাবে কয়েকদফা তোপের মুখে সাইফুলকে দিতে হয় পুরো ১২ লাখ টাকা। ততক্ষণে শহিদের লোভ বেড়ে আকাশ ছুঁই ছুঁই। প্রতারক শহিদ দাবী করে আরো ১০ লাখ টাকা। টাকা না পেলে আরো একটি মামলা দেওয়ার হুমকিও দেয় সে। সময় মতো টাকা না দিলে সাইফুল ও তার পরিবারের বড় ধরনের ক্ষতির হুমকিও দেয়া হয় সমান তালে। সূত্রমতে জানায়ায়, এই চক্র আদম ব্যবসার নামে বিদেশে লোক পাঠানোর নামে বহু নিরীহ লোকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। এর আগে হয়রানির শিকার কয়েকজন ভূক্তভোগী প্রতারনার মামলাও করেছে শহিদের বিরুদ্ধে। একজন ভুক্তভোগেী বলেন, সে রাষ্ট্রবিরোধীও বিভিন্ন কাজের সাথে জড়িত, প্রশাসন খোঁজ নিলে তা বের হয়ে যাবে। অসহায় ভীত সাইফুল ও তার পরিবার এখন প্রাণ ভয়ে দিন কাটাচ্ছে, তাদের সঙ্কা বড় কোনো ক্ষতি করতে পারে প্রতারক চক্রের হোতা শহিদ। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা চান তারা।


বিজ্ঞাপন