ছেলের পর দগ্ধ সাংবাদিক নান্নুরও মৃত্যু

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : দৈনিক যুগান্তরের চিফ ক্রাইম রিপোর্টার ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অগ্নিদগ্ধ মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সিনিয়র এই সাংবাদিকের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়লে গুরুতর দগ্ধ হন নান্নু। আশঙ্কাজনক অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এর আগে জানুয়ারি মাসে একই বাসায় অগ্নিকাণ্ডে নান্নুর একমাত্র ছেলে পিয়াসের (২৪) মৃত্যু হয়।

নান্নুর স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, বাসায় গ্যাসের গন্ধও পাওয়া যাচ্ছিল। গ্যাস লাইনের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে তার ধারণা।