স্বরূপকাঠীর ঐতিহ্য কাঠের ব্যবসায় বিপর্যয়

অর্থনীতি জাতীয় সারাদেশ

মো. সাইফুল ইসলাম, পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) এর ঐতিহ্যবাহী ব্যবসা যা সারা বাংলাদেশে পরিচিতি লাভ করছে। তা হলো স্বরূপকাঠী চরের কাঠের ব্যবসা। বিগত কয়েক দশক ধরে স্বরূকাঠীতে চলে আসছে রমরমা কাঠের ব্যবসা। যার দ্বারা স্বরূপকাঠীর প্রায় ৬০শতাংশ মানুষের জীবিকা নির্বাহ করে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান মহামরী করোনার কারণে গত তিন মাস ধরে চরের সকল ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় এবং সেই সাথে সুপার স্পিড বন্যা আম্পানের কারণে ভেসে গেছে কয়েক হাজার গাছ যার মূল আনুমানিক প্রায় ৫০,০০০০/-(পঞ্চাশ লাখ) টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়। সে কারণে ব্যবসায় নামছে ধস আর হারাচ্ছ সাধারণ মানুষের কাজ-কর্ম। ব্যবসায়ীরা কোন বেচা কেনা না করতে পারায় নেই কোন শ্রমিকের আনা গোনা। যে চরে সকাল হলে থাকত হাজারো ব্যবসায়ি ও ক্রেতার ভির। সেখানে আজ নেই কোন মানুষের আনা গোনা। তাই অচল হয়ে পড়ছে ব্যবসায়িরা এবং মানবেতর জীবন যাপন করছে চরের শ্রমজীবি মানুষ। গণমাধ্যমকে বিষয়টি জানান চরের বর্তমান তত্বাবধায়ক আ. রহিম।


বিজ্ঞাপন