আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনায় আক্রান্তের হার এভাবে বাড়তে থাকলে আরও দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের কাজও বর্তমানে চলমান রয়েছে। করোনা পরিস্থিতি আগামীতে যেরকম হবে সরকার সেভাবেই বুঝেশুনে পদক্ষেপ নেবে। সোমবার করোনা চিকিৎসা সহায়তায় আসা চীনা মেডিকেল টিমকে বিদায় জানাতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে প্রতিদিন আক্রান্ত হবেন এক লাখ মানুষ, বাড়বে প্রাণহানি। তবে মহামারি মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে। তবে উন্নতি করার আরও জায়গা রয়েছে।
তিনি আরও বলেন, চীন করোনা ভ্যাক্সিন নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজে অগ্রগতিও অনেক। এই ভ্যাক্সিন আবিষ্কৃত হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাঠাবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। চীনে করোনা ছড়িয়ে পড়ার সময়ে বাংলাদেশ যেভাবে পাশে ছিল চীন সরকার সেই উদারতার কথা মনে রেখে বাংলাদেশের জন্য সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেবে।
এসময় চীনা রাষ্ট্রদূত জানান, টিকা তৈরিতে এখনও কাজ করছে, চীন। সফলতা পেলে, অগ্রাধিকার ভিত্তিতেই তা পাবে বাংলাদেশ।


বিজ্ঞাপন