এমপি মাশরাফীর পরে ভাই মোরসালিনও করোনা আক্রান্ত

সারাদেশ

মো:রফিকুল ইসলাম,নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনা আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোরসালিন তার ফেসবুকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা সম্পর্কে মোরসালিন তার ফেসবুকে লিখেছেন-I’m tested positive today.
মাশরাফি বিন মর্তুজা এমপি করোনা আক্রান্ত হওয়ার তিনদিন পর তার একমাত্র ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনা আক্রান্ত হলেন।
এ ব্যাপারে তাদের বাবা গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, চিকিৎসকের পরামর্শে মাশরাফি ও মোরসালিন ঢাকার বাসায় আইসোলেশনে আছে।
দুই সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন দুই সন্তানের গর্বিত পিতা গোলাম মোর্ত্তজার স্বপন।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফির বন্ধু সৌমেন বসু জানান, গত ১৮ জুন (বৃহস্পতিবার) রাত থেকে মাশরাফি জ্বর অনুভব করেন।
পরেরদিন শুক্রবার বিকেলে ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান।
গত ২০ জুন বিকেলে মাশরাফির করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
এর আগে গত ১৫ জুন মাশরাফির শ্বাশুড়িসহ ওই পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হন। তারাও চিকিৎসাধীন আছেন।
এখন মাশরাফির ছোট ভাই মোরসালিন করোনা আক্রান্ত হলেন।
সৌমেন বসু তার ফেসবুক আইডিতে মোরসালিন সম্পর্কে লিখেছেন, ‘নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সহোদর মোরসালিন বিন মর্তুজার করোনা শনাক্ত হয়েছে।
করোনা সংকটে পর্দার আড়ালে থেকে নড়াইলের জন্য মোরসালিন অনেক কিছু করেছে,নির্লোভ একটা ছেলে। ভাইয়ের (মাশরাফি) এতো খ্যাতি থাকা সত্ত্বেও তা কাজে লাগিয়ে কখনও কিছু করেনি।
বড় ভাইয়ের (মাশরাফি) করোনা জেনেও ভাইয়ের সেবা করেছে,এ যেনো রাম ভক্ত লক্ষণের কাহিনীর মতো।
নড়াইল তথা দেশ বাসি মাশরাফী বিন মোর্ত্তজা মোরসালিন বিন মোর্ত্তজা সহ পরিবারের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।


বিজ্ঞাপন