সাংবাদিক আজাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে দৌলতখানে মানববন্ধন

সারাদেশ

ভোলা প্রতিনিধি : ভোলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ও সংগঠক আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে দৈনিক সময়ের আলো পত্রিকায় সুপরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট, ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দৌলতখান বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপতিত্ব করেন দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মতিউর রহমান।
সিনিয়র সহ সভাপতি মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার দৌলতখান শাখার সভাপতি গজনবী আহম্মেদ, ভোলা সিটিজেন ফোরাম এর দৌলতখান শাখার সিনিয়র সহ সভাপতি এম এ মান্নান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী জামাল, সাংগঠনিক সম্পাদক কিউ টিভি বাংলা ও ভোরের ডাক পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি নুরউদ্দীন মাহমুদ, মুক্তিযুদ্ধের চেতানা বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের ভোলা জেলার সভাপতি ফরিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ ও সচেতন নাগরিক সমাজ ।

উক্ত পত্রিকা কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা প্রদর্শন ও পুনরায় পত্রিকার একই জায়গায় সঠিক সংবাদ প্রকাশের দাবী জানান বক্তারা।

একজন পেশাদার ও প্রতিষ্ঠিত সাংবাদিক এবং সংগঠকের বিরুদ্ধে এমন নোংরা অপপ্রচার গনমাধ্যমের জন্য অশনিসংকেত।

পত্রিকা কর্তৃপক্ষ ক্ষমা না চাইলে সময়ের আলো পত্রিকা বর্জনসহ সারাদেশে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেন।