র‍্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক, পলাতক ৩

অপরাধ আইন ও আদালত সারাদেশ

নড়াইল থেকে কক্সবাজারে ইয়াবা আনতে যেয়ে

 

মো: রফিকুল ইসলাম, নড়াইল: কক্সবাজারে ইয়াবা নিতে এসে নড়াইল জেলার লোহাগাড়া থানার মল্লিকপুর ইউনিয়নের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার বেতারের সামনে ইয়াবা ক্রয় বিক্রির সময় তাদের দুইজনকে আটক করা হয় অন্যরা পালিয়ে যায়।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮ শত পিচ ইয়াবা উদ্ধার কর হয়।
আটককৃতদের সহযোগী কয়েকজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।
আটককৃত দুই মাদক ব্যবসায়ী হল নড়াইল জেলার লোহাগাড়া থানার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর এলাকার মৃত মজিত মল্লিকের ছেলে মোঃ মন্টু মল্লিক (৫০) এবং মল্লিকপুরের ছবেদ মৃধার ছেলে মোঃ মোস্তফা (৩০) ।
র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান,তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা উখিয়া ও টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে সাভারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
কক্সবাজার সদর থানার মাদক মামলার এজাহার ভুক্ত আসামিরা হলেন,১। মোঃ মন্টু মল্লিক(৫০)পিতাঃ – মৃত মজিত মল্লিক,সাং মল্লিকপুর, ৪ নং ওয়ার্ড,২। মোঃ মোস্তফা(৩০),পিতাঃ- ছাবেদ মৃধা,সাং মল্লিকপুর ৯ নং ওয়ার্ড,৩। নজরুল (৩০),সাং – সোনারপাড়া, উখিয়া, কক্সবাজার,৪। হেদায়েত শেখ(২৫),পিতা- মৃত রবিউল শেখ,সাং চরমল্লিকপুর,৫। শরিফুল শেখ (৩০),পিতা- মৃত ওহাব শেখ,সাং-চরমল্লিকপুর,নড়াইল।
আটককৃতদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মল্লিকপুর এলাকার একধীক ব্যেক্তি জানান,মোস্তফা ও মন্টু মল্লিক দির্ঘদিন যাবত মরণ নেশা ইয়াবার ব্যবসা করে।
এদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে,এলাকার কিছু নামধারীদের সহযোগীতায় ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে,এলাকার যুব সমাজ কে ধংশ্য করছে মরণ নেশায় আশক্ত করে।
এদের বিচার হওয়া দরকার এরা সহ এদের গটফাদার দের আইনের আওতায় আনার যোর দাবী জানান এলাকাবাসী।


বিজ্ঞাপন