খিলক্ষেতে ভুয়া ক্যাপ্টেন গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে এক ভুয়া ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আরিফুল হাসান হৃদয় ওরফে শুভ ওরফে সিফাত।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ আরিফুল হাসান হৃদয় সেনাবাহিনীর ক্যাপ্টেন পদের র‌্যাঙ্ক ব্যাজ সম্বলিত ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে নিজেকে ক্যাপ্টেন পরিচয় দিয়ে একটি মেয়ের সাথে বন্ধুত্ব তৈরি করেন। প্রথমে প্রেমের প্রস্তাব দেন পরে বিয়ের প্রলোভন দেখান মেয়েটিকে। মেয়েটিও তার দেয়া টোপে পা দেয়। তার প্রেমে সাড়া দেয় মেয়েটি। এ সুবাদে প্রায় মেয়েটির সাথে মোবাইল ফোনে কথাবার্তা চলত আরিফুলের। গত ১৫ জুন মেয়েটির বাসায় আসেন আরিফুল। মেয়েটির মায়ের সাথে দেখা করেন কথা বলেন। সম্পর্ক এগিয়ে যায়, আরিফুল প্রায়ই মেয়েটির বাসায় যেতেন। বাসায় যাওয়া আসার ফলে মেয়েটির পরিবারের সাথে সখ্যতা আরো বাড়ে আরিফুলের। একপর্যায়ে মেয়েটির পরিবারকে বিবাহের প্রস্তাব দেন আরিফুল। গত ৩ জুলাই আরিফুল মেয়েটির বাসায় আসেন। মেয়েটির বাবা তার আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ক্যাপ্টেন পরিচয় দেয়া আরিফুল একজন ভুয়া ক্যাপ্টেন। সে আসলে মিথ্যা পরিচয় দিয়ে তাদের পরিবারের সাথে প্রতারণা করছে। এমনটা জানার পর মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃত আরিফুল হাসানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানা গেছে।


বিজ্ঞাপন