করোনায় প্রায় অর্ধেক মৃত্যুই ঢাকা বিভাগে

জাতীয় জীবন-যাপন ঢাকা স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে মৃত্যুর পরিসংখ্যানে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৮ জনে। এদের মধ্যে পুরুষ দুই হাজার ১০৪ জন ও নারী ৫৬৪ জন। শাতংশের হিসাবে পুরুষ ৭৮ দশমিক ৮৬ শতাংশ আর নারী ২১ দশমিক ১৫ শতাংশ।
করোনায় মোট মৃত ২ হাজার ৬৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৩০৫ জন বা ৪৮ দশমিক ৯১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৬৭৩ জন বা ২৫ দশমিক ২২ শতাংশ, রাজশাহী বিভাগে ১৪৪ জন বা ৫ দশমিক ৪০ শতাংশ, খুলনা বিভাগে ১৭৩ জন বা ৬ দশমিক ৪৮ শতাংশ, সিলেট বিভাগে ১২৫ জন বা ৪ দশমিক ৬৯ শতাংশ, বরিশাল বিভাগে ১০০ জন বা ৩ দশমিক ৭৫ শতাংশ, রংপুর বিভাগে ৯০ জন বা ৩ দশমিক ৩৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৫৮ জন বা ২ দশমিক ১৭ শতাংশ।


বিজ্ঞাপন