মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ কিশোরগঞ্জে ৪ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক এর নেতৃত্বে সেন্টু রঞ্জন নাথ, পরিদর্শক ভারপ্রাপ্ত ও বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে ২১/০৭/২০২০ খ্রিঃ তারিখ দিনব্যাপী কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ থানাধীন তারাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে তারাপাশা এলাকাস্থ ১) কমলা(৫০), স্বামী- কালা মিয়া, সাং- তারাপাশা, থানা ও জেলা- কিশোরগঞ্জ কে ৩৭ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।২) জোসনা (৩০),স্বামী- জাভেদ, সাং- তারাপাশা, থানা ও জেলা-কিশোরগঞ্জ পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি এব্যাপারে কিশোরগঞ্জ সদর থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এবং ২২/০৭/২০২০ ইং তারিখ জেলা কালেক্টরেটের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফজলে রাব্বি এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক এর তত্ত্বাবধানে জনাব তারেক মাহমুদ, পরিদর্শক ও তপু খান, উপ-পরিদর্শক সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে ২২/০৭/২০২০ খ্রিঃ তারিখ দিনব্যাপী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কটিয়াদী থানাধীন পশ্চিম চারিপাড়া এলাকায় অভিযান করে ১) মোঃ আলম(৫০), পিতা- মৃত মরফত আলী, সাং- পশ্চিম চারিপাড়া, থানা- কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ কে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় এবং ২. মোঃ ইমরান(২৩), পিতা- মোঃ সামছুদ্দিন, সাং- ইন্দোয়াইল, চারিপাড়া, থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জ কে ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড ২০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ০৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন