শেষ মুহূর্তে পশুর হাটে ভিড়, দাম চড়া

অর্থনীতি জাতীয় বানিজ্য

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই ঈদুল আযহা। তাই শেষ মূহুর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। পছন্দের পশুটি কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ফলে লোকসানের শঙ্কা কিছুটা কেটেছে বিক্রেতাদের।


বিজ্ঞাপন

তবে, সরবরাহ কম থাকায় রাজধানীর বেশির ভাগ হাটে পছন্দের পশু পাচ্ছেন না ক্রেতারা। তারমধ্যে চড়া দামেই বিক্রি হচ্ছে পশু।

ইজারাদাররা বলছেন, করোনার প্রভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় হাটে গরু এসেছে অর্ধেকেরও কম। বিকেলে কোরবানির পশুর চাহিদা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ক্রেতারা বলছেন- হাটে গরুর সংখ্যা আগের ‍তুলনায় খুবই কম। বিক্রেতারা দাম হাঁকছেন দেড় থেকে দুই গুন। তবে শেষ সময়ে পশু বেচা কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।

অন্যদিকে রাজাধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় জমে উঠেছে পশুর হাট। এরমধ্যে মাগুরার হাটগুলো জমে উঠেছে। পশুও রয়েছে অনেক। নিজেদের পছন্দের পশুটি কিনতে ক্রেতারা করছেন দরদাম। দাম কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও, সন্তুষ্ট নয় বিক্রেতারা।

তারা বলছেন, গত বছরের থেকে পশু ভেদে ২০ থেকে ৫০ হাজার টাকা কমে বিক্রি করতে হচ্ছে তাদের।