৩দিনে ডিএসসিসির প্রায় ১৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ

রাজধানী

নিজস্ব প্রতিবেদক : ঈদের তৃতীয় দিনেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ ও স্থানান্তর সম্পন্ন হয়েছে। তিনদিনে মোট ১৪৯২১ মেট্রিক টন বর্জ্য অপসারণ ও মাতুয়াইলের ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ডিএসসিসি। তারা জানায়, ঈদুল আজহার ৩য় দিনের (৩ আগস্ট) ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য রাত পৌনে ৯টার মধ্যে মধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে। এ নিয়ে মোট ১৪৯২১ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বমোট ৪৬০৬টি ট্রাকের ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করে মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, কোরবানির প্রথম দুইদিনে ৩৩৯১টি ট্রিপের মাধ্যমে ১১১৯৮ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ হয়। সে হিসাবে ঈদের তৃতীয় দিন ৩৭২৩ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়।

এর আগে, বর্জ্য স্থানান্তর নিয়ে সন্ধ্যায় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কন্ট্রোল রুমের মনিটরিং কার্যক্রম সম্পর্কে হালনাগাদ তথ্যাদির খোঁজ-খবর নেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।