আল্লাহর দলের দুই জঙ্গি গ্রেফতার

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী পুরান ঢাকার চকবাজার এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে। তারা হলেন, মোঃ হানিফ হোসেন (৩১) ও মোঃ জামাল বেপারী (৩০)। এদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী, ছিনতাইকারী, নিষিদ্ধ ঘোষিত সর্বহারা গ্রেফতারের পাশাপাশি মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। উক্ত অভিযানে অংশ হিসেবেই র‌্যাব-১০, এর একটি দার চকবাজার থানার হরনাথ ঘোষ রোডস্থ এ্যাপেক্স মোড়ের অনুমান ৫০ গজ উত্তরে সনি র‌্যাংগস ইলেকট্রনিক্স শোরুমের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আল্লাহর দল” এর সদস্য মোঃ হানিফ হোসেন (৩১) ও মোঃ জামাল বেপারী (৩০) কে গ্রেফতার করা হয়। তারা নাশকতা সৃষ্টির লক্ষ্যে সরকার বিরোধী লিফলেট বিতরণ করতে ছিল। উক্ত লিফলেটে শেখ হাসিনার সরকার-শয়তানের সরকার, এদেশে নারী নের্তৃত্ব মানি না, মানব না। মতিন মেহেদীর নেতৃত্বে কোরআনের আলোকে আল্লাহ্র সরকার প্রতিষ্ঠায় মুক্তির একমাত্র পথ লেখাসহ আরো অন্যান্য লেখা শিরোনামে সম্বলিত ১১৪ (একশত চৌদ্দ) পাতা লিফলেট এবং ১টি মোবাইলসহ উদ্ধার করা হয়। তারা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমায়েত হয়ে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, গনতন্ত্রমনা জনসাধারনের নিকট বিভিন্ন প্রকার লিফলেট বিতরনের মাধ্যমে নাশকতার সৃষ্টির উদ্যোগ নিয়েছে। আর জননিরাপত্তা বিঘ্ন করে দেশের গনতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরুপ ধারনা প্রদান করে ইসলামী হুকুমত কায়েমের বা উগ্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সাধারন ধর্মভিরু লোকদেরকে সংগঠনে অর্ন্তভূক্তকরে তাহাদেরকে জিহাদে উদ্বুদ্ধ করতে প্রয়াশ চালিয়ে আসছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলে যোগদানের ব্যাপারে সাধারন ও নি¤œমধ্যবিত্ত পরিবারের কোমল মনের যুবকদের উদ্বুদ্ধ করে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ত্ব বিপন্ন করার জন্য জনগনের যানমালের ক্ষতিসাধনের লক্ষ্যে উগ্র জঙ্গীবাদী ও উগ্র ধর্মীয় লিফলেট নিজেদের দখলে রেখে ও বিলি করার মাধ্যমে নাশকতার সৃষ্টির পরিকল্পনা করে। আর একে অপরের যোগসাজসে অপরাধ সংঘটিত করার জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ষড়যন্ত্র করে আসছে। তারা আরো বলেছেন, এই সংগঠনের প্রধান বা কর্ণধার মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী। মতিন মেহেদীর বাড়ী গাইবান্ধা বলে জানায়। ধৃত ও পলাতক আসামীগন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দল এর সদস্য। তারা লিফলেট বিলি করে ষড়যন্ত্র পূর্বক শক্তি প্রদর্শনের মাধ্যমে সমর্থন আদায়ের জন্য দেশের জনগন, যানমাল ও সম্পত্তির ক্ষতিসাধন ও হত্যাসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করতে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।


বিজ্ঞাপন