দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের অগ্রগতি ৪২ ভাগ

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার সীমান্ত গুনদুম পর্যন্ত সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি হয়েছে ৪২ ভাগ।
বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব এর সভাপতিত্বে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ফাস্ট ট্র্যাকভুক্ত দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন বিষয়ে সভায় একথা জানানো হয়।
দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পটি চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার রেলপথ প্রথম ধাপে নির্মাণ করা হবে। পরবর্তীতে কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্তের গুনদুম পর্যন্ত আরও ২৮ দশমিক ৭৫ কিলোমিটার নির্মাণ করা হবে।
এই রেলপথ নির্মাণ হলে ট্রান্স এশিয়া করিডোরের সঙ্গে সংযোগ স্থাপন হবে একইসঙ্গে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওয়ার্কের আওতায় আসবে


বিজ্ঞাপন