শুক্রবার বিদেশগামীদের রেকর্ড নমুনা সংগ্রহ

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করায় প্রবাসীদের ভিড় বেড়েছে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন সেন্টারে। এখানেও নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে সৌদি গমনেচ্ছুদের।
বিদ্যুৎ না থাকায় শুক্রবার দুই ঘণ্টা নমুনা সংগ্রহ করতে পারেনি ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন সেন্টার। এরপরও চালুর পর শুক্রবার বিদেশগামীদের রেকর্ডসংখ্যক নমুনা সংগ্রহ করা হয়েছে। ২০ জুলাই থেকে সশস্ত্র বাহিনী বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে সেন্টারটি।
সংশ্লিষ্টরা বলছেন, গড়ে ৭০০ থেকে ৮০০ নমুনা সংগ্রহ করা হলেও শুক্রবার তা দুই হাজার ছাড়িয়ে গেছে। সৌদি আরব প্রবাসীদের চাপের কারণেই এমনটি হয়েছে বলেও জানিয়েছেন তারা।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমানযাত্রার ৭২ ঘন্টা আগে করা টেস্টের রিপোর্ট দেখাতে হবে। সে অনুযায়ী বিমানের টিকিট দেখে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এবং তারপর ২৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন