বিএনপি নেতাদের চোখের চিকিৎসা দরকার

রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের যোগ্যতা, দক্ষতা ও মেধা দিয়ে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন তাতে তিনি শুধু বাংলাদেশের নেতা হিসেবে নন, বিশ্বনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। অথচ আমাদের বিএনপি নেতারা উন্নয়ন চোখে দেখে না। যারা এই সরকারের উন্নয়ন চোখে দেখে না, আসলে তারা চোখ থাকতে অন্ধ হয়ে গেছে। তাদের চোখে ছানি পড়েছে। এদের দ্রুত চোখের চিকিৎসা করা দরকার।‘
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট আয়োজিত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘শেখ হাসিনা তার মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন যদি দেশের মধ্যে বিভেদ না থাকতো। উন্নয়নমূলক কর্মকা-ে যদি বাধা না আসতো। তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমরা বাংলাদেশকে সব ক্ষেত্রে উন্নয়নের দিকে নিয়ে গেছি। যদিও আমাদের কিছু কিছু মন্ত্রণালয়ে দুর্বলতা থাকতে পারে।’
আওয়ামী লীগ এই নেতা বলেন, ‘আমি একটা পত্রিকায় দেখলাম বিএনপির উচ্চপদস্থ কয়েকজন নেতা লন্ডনে বসে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দ্বারস্থ হচ্ছেন। কারণ তারা ক্ষমতায় আসতে চায়। নিজের বলতে কিছু নেই বিএনপির’ কাছে। কারণ বিএনপি জানে, তাদের প্রতি জনগণের কোনও সমর্থন নেই। তারা সব সময় ষড়যন্ত্রের পথ খুঁজবে এটাই স্বাভাবিক।’
ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে বা অন্য দেশের গোয়েন্দাদের হাত-পা ধরে বাংলাদেশের ক্ষমতায় আসা যাবে না। এদেশে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। আওয়ামী লীগের দেশের সবচেয়ে প্রিয় এবং ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের শেকড় বাংলার মাটির অনেক গভীরে।’
বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। সুতরাং ষড়যন্ত্র করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে দেশে যে অস্থিরতা তৈরি করতে চান সেটা দেশের জনগণ জানে। আওয়ামী লীগের লক্ষ কোটি সমর্থক আছে যারা এই অস্থিরতাকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে।’
সংগঠনের সভাপতি ব্যারিষ্টার জাকির আহম্মদের সভাপতিত্বে সাংবাদিক জয়ন্ত আচার্য্যের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন , সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, মনোরঞ্জন শীল গোপাল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, এমএ করিম, সাংবাদিক মানিক লাল ঘোষ, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।


বিজ্ঞাপন