দুঃসময়ের কর্মীদের প্রাধান্য দেয়ার নির্দেশ

রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে দুঃসময়ের কর্মীদের প্রাধান্য দিয়ে কমিটি পুর্ণাঙ্গ করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদকম-লীর সভা শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ৩ অক্টোবর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে। অনুষ্ঠানে ২৮ সেপ্টেম্বর দলীয় সভাপতির ৭৪তম জন্মদিন পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেত্রীকে করোনার সময় সর্বোচ্চ মানবিকতা দেখিয়ে জামিন দেয়া হয়েছে। বিএনপি একে দুর্বলতা মনে করলে ভুল করবে। গণবিরোধী যড়ষন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে নিয়ে কঠিন জবাব দেবার হুঁশিয়ারি দেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না; ষড়যন্ত্রের বরদাশত করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে।


বিজ্ঞাপন