বিজিবির অভিযানে ১৩স্বর্ণবারসহ নারী পাচারকারী আটক

অপরাধ

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ১ কেজি ৫২৬ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ ১ জন নারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভুলট বিওপির টহল কমান্ডার জেসিও-৭৮৩৫ নায়েব সুবেদা মো. কামাল হোসেন এর নেতৃত্বে সিভিল তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১৭৪ আর পিলারের পাশে শিকড়ি বটতলা হতে পপি খাতুন (২৪) আটক করে। তার স্বামীর নাম কামাল হোসেন। যশোর বেনাপোল পোর্ট থানারপুটখালী পশ্চিম পাড়ায় তাদের বাড়ি। এসময় তার কাছ থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার দাম ৯১ লাখ ৫১ একান্ন হাজার আট শত টাকা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন