রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন জিয়াউল সভাপতি জাহিদ মহাসচিব

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) দ্বি-বার্ষিক নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার জিয়াউল হক সভাপতি ও সদর রেকর্ড ঢাকার সাব-রেজিস্ট্রার জাহিদ হোসেন মহাসচিব নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ফরিদপুর জেলা রেজিস্ট্রার মো. মতিউর রহমান শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারি ইনস্টিটিউট রমনায় ৪২ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ শহীদুল আলম ঝিুনকসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন উপ-সচিব উপস্থিত ছিলেন।
নতুন কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি খিলগাঁও সাব-রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদসহ সাত জন, যুগ্ম মহাসচিব ইমরুল খোরশেদসহ তিনজন, সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার শফিউল বারি, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল বারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজমল হোসেন, আইনবিষয়ক সম্পাদক সিরাজুল করিম, মহিলাবিষয়ক সম্পাদক সুভ্রা রানী দাশ প্রমুখ। এছাড়া আরিফুর রহমানসহ ১১ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
এসময় নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিসের কর্মকর্তারা রাজস্ব আদায়ের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন। এখন আমরা সারা দেশে ডিজিটাল রেজিস্ট্রেশন বাস্তবায়ন, কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ইন্সটিটিউিট স্থাপন, নিবন্ধন অধিদপ্তরের জন্য জমি বরাদ্দ, ভবন নির্মাণ, নবসৃজিত পদের নিয়োগবিধি অনুমোদনের বিষয়গুলো বাস্তবায়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের অন্তত ১০টি অফিসে ডিজিটাল রেজিস্ট্রেশনের পাইলটিং কার্যক্রম শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


বিজ্ঞাপন