বিপিডিএ’র উন্নয়ন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : রোববার সাভারের ২ জিনজিরায় ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইমুনোলজি অব বাংলাদেশ (আইএসিআইবি) এর চেয়ারম্যান ও ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এর নির্বাহী পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন স্যার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর কনসালটেন্ট মেহেদী হাসান এবং রিহ্যাব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ কামালের উপস্থিতিতে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন সাভার উপজেলা-শাখা কর্তৃক আয়োজিত #সাংগঠনিক #উন্নয়ন #মূলক #আলোচনা #সভায় বিপিডিএ ডাঃ আর এম রনি সাহেবের সভাপতিত্বে বিপিডিএ ডাঃ শেখ মোঃ আঃ আজিজ এর সঞ্চালনায় সারা বাংলাদেশের অবহেলিত পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন প্রধান আলোচক বিপিডিএ এর মহা-সচিব জনাব বিপিডিএ ডাঃ রাকিবুল ইসলাম তুহিন। আজ তার ঐতিহাসিক বক্তব্যের মাধ্যমে সারা বাংলাদেশের ডিপ্লোমা/প্যারামেডিক্স/পল্লী চিকিৎসকগণ আস্তা খুঁজে পায়। তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের পর এক পর্যায়ে বলেন- যেহেতু বিপিডিএ আইএসিআইবি এর আওতাভুক্ত প্রতিষ্ঠান সেহেতু আজ থেকে বিপিডিএ সদস্যরা শর্তসাপেক্ষে নামের পূর্বে “বিপিডিএ ডাঃ” শব্দটা ব্যবহার করতে পারবেন, এতে আইনি বা প্রশাসনিক আর কোন বাধা থাকছে না। আজকের পর থেকে আমি আশ্বস্ত করছি কেউ আপনাদের হয়রানি করবেনা। করলে বিপিডিএ কেন্দ্রীয় অফিস তা আইনিভাবে মোকাবেলা করবে। মহা-সচিব মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যদিয়ে সভার প্রথম অধিবেশন শেষ করে জুম্মার নামাজের জন্য বিরতি দেওয়া হয়।
দ্বিতীয় অধিবেশনের শুরুতেই বিভাগীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর রিহ্যাব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্যে সকলের ঘুম ভাঙ্গে এবং অধ্যাপক ডাঃ মোয়াজ্জেম হোসেন স্যারের পুনরায় গুরুত্বপূর্ণ আলোচনার পর সভাপতি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


বিজ্ঞাপন