শর্মা হাউস রেঁস্তোরায় মোবাইল কোর্ট

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিনিধি : সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হো‌সেন এর নেতৃত্বে ঢাকা মহানগরের হা‌তিরপুল-কাঁটাবন সংলগ্ন এলাকায় অবস্হিত শর্মা হাউস রেঁস্তোরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রে‌স্তোরা‌টির রান্নাঘর ও স্টোররুম পরিদর্শন করে বিপুল প‌রিমান অস্বাস্থ‌্যকর, পঁচা, মেয়াদ ও লে‌বেল‌বিহীন খাদ‌্য উপকরণ জব্দ করা হয়। এতদ্ব‌্যতীত রেস্টুরেন্টে কর্মরত কর্মচারীদের স্বাস্হ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমানক ও হালনাগাদ ট্রেড লাই‌সে‌ন্সের কপিও ছিল না। সা‌র্বিক বি‌বেচনায় নিরাপদ খাদ‌্য আইন, ২০১৩ এর ৩৩ ধারা অনুযায়ী রেস্টু‌রে‌ন্টের ম‌্যা‌নেজার‌কে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান ও তৎক্ষণাৎ আদায় করা হয়। উদ্বারকৃত খাদ‌্যদ্রব‌্য মানব স্বা‌স্থ্যের জন‌্য ক্ষ‌তিকর বি‌বে‌চিত হওয়ায় সক‌লের সম্মু‌খে বিনষ্ট করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মিজানুর রহমান ও ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন