জামালপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসক জামালপুর মহোদয়ের তত্ত্বাবধানে, পুলিশ সুপার জামালপুর মহোদয়ের সহযোগিতায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর, জামালপুর জেলা প্রশাসন, জেলা মার্কেটিং অফিস জামালপুর এর যৌথ টিম জেলার সদর উপজেলার বিভিন্ন বাজার এবং দুটি কোল্ড স্টোরেজ এ আলুর বাজারদর ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করেছেন। উক্ত অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে নির্দেশনা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট কর্তৃক দুটি প্রতিষ্ঠানকে এবং ভোক্তা অধিকারের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি ও প্রচারনা কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন