বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকি

বরিশাল সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় ও প্রদত্ত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক তত্ত্বাবধানে বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে নাজিরের পুল এবং বিসিক শিল্প এলাকায় পঁচা ডিম বিক্রয় করার অপরাধে মেসার্স ফেরদাউস এন্ড ব্রাদার্সকে ৫০,০০০/- এবং পঁচা ডিম সহযোগে কেক তৈরী করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে মন খুশি বেকারীকে ৩০,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করা হয়। প্রায় ২৯,০০০/- হাজার নষ্ট ও পঁচা ডিম ধ্বংস করা হয়। এছাড়াও অভিযান চলাকালে চাল,আলু,ডাল,পিঁয়াজ,রসুন,আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন