নীলফামারী জেলা কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রম

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক নীলফামারী এবং উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা মহোদয়ের নির্দেশনায় নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন কর্তক জেলার জলঢাকা উপজেলা বাজার ও টেংগনমারী বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৫টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩৩,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। ভোক্তা সাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার অনুরোধ জানানো হয়।
অভিযানে সহযোগিতা করে RAB 13 নীলফামারী ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃজিল্লুর রহমান।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন