বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২০যাত্রী আহত

খুলনা সারাদেশ

 

নিজস্বসংবাদদাতা : খুলনা মোংলা এন-৭ মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাথর ভর্তি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ২০যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে নারী পুরুষ সহ ৫জন গুরুত্বর আহত হয়েছেন। রোববার বিকাল ৫টায় শ্যামবাগাত বাসস্ট্যান্ডে এদুর্ঘটনা ঘটে। পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি আটক করেছেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, মোংলা হতে গেটলক একটি বাস (ঢাকা-ব-১৪-২২০১) খুলনা অভিমুখে আসার সময় রুপসা হতে পাথর ভর্তি একটি ড্রাম ট্রাক বেপরোয়া ও দ্রুতগতিতে এসে বাসটির সামনের সাজরে প্রচান্ড আকারে আঘাত করে। এসময় বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে তার ভিতরে থাকা কমপক্ষে ২০/২৫জন যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত আহতদের উর্দ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে নারী ও পুরুষ সহ ৫জনের অবস্থা গুরুত্বর। পরে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ এসে বাস ও ড্রাম ট্রাকটি আটক করলেও চালকরা পালিয়ে যায়।


বিজ্ঞাপন