ইসলামী দলের বিক্ষোভ, ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গণমিছিল ও বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী দল।


বিজ্ঞাপন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জুমার নামাজের আগেই দেখা যায় মানুষের ঢল। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো এসব স্লোগানে উত্তাল হয় এলাকা।

শুধু বায়তুল মোকাররম এলাকা নয় রাজধানীর অন্যান্য এলাকাতেও বিক্ষোভ হয়েছে।

বায়তুল মোকাররমের উত্তরগেটে আয়োজিত প্রতিবাদ সভা থেকে ২ নভেম্বর সোমবার ফ্রান্সের অ্যাম্বাসি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজত নেতা আল্লামা নূর হোসেন কাশেমী।

বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভকারীদের হাতে বয়কট ফ্রান্স, স্টপ প্রভোকেশন অব রিলিজিওন ইত্যাদি লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।

মত-প্রকাশের স্বাধীনতার শিক্ষা দিতে গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলের শিক্ষক শ্রেণিকক্ষে মহানবী (সা.) এর বিতর্কিত কার্টুন দেখিয়ে চেচেন বংশোদ্ভূত এক কিশোরের হাতে খুন হন। এ ঘটনার প্রতিবাদে ফ্রান্সে প্রকাশ্যে মহানবীর কাটুন প্রদর্শিত হয়। মহানবীর (সা.) কার্টুন প্রদর্শন ঘিরে বিশ্বজুড়ে ফ্রান্সের ইসলামবিরোধী অবস্থানের প্রতিবাদে ক্ষোভ দেখা দেয়। মধ্যপ্রাচ্য, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফরাসী পণ্যসামগ্রী বর্জনের ডাক দিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ব্যাপক আকারে প্রতিবাদ জানাচ্ছেন মুসল্লিরা। এখান থেকেও উঠেঠে ফরাসি পণ্য বর্জনের ডাক।