দুদক কর্তৃক মামলা দায়ের

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মোঃ সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই মোঃ ইমতিয়াজ হাসান রুবেল-এর বিরুদ্ধে মোট ৭২ কোটি ৮৪ লক্ষ ৭৯ হাজার ২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ২টি মামলা করেছে দুদক।


বিজ্ঞাপন

প্রথম মামলায় মোঃ সাজ্জাদ হোসেন বরকত, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর-কে আসামি করা হয়। মামলাটির অভিযোগে বলা হয়, আসামি কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ৪৪,৪৯,৬৮,৮৩২/- (চোয়াল্লিশ কোটি উনপঞ্চাশ লক্ষ আটষট্টি হাজার আটশত বত্রিশ) টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন এবং তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৩৬,৪০,৫৫,৬৫২/- (ছত্রিশ কোটি চল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত বায়ান্ন) টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন। তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপর মামলা মোঃ ইমতিয়াজ হাসান রুবেল , থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর-কে আসামি করা হয়েছে। আসামি কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ২৮,৩৫,১০,১৭০/- (আটাশ কোটি পঁয়ত্রিশ লক্ষ দশ হাজার একশত সত্তর) টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন এবং তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১৭,৯০,০৩,১৪১/- (সতের কোটি নব্বই লক্ষ তিন হাজার একশত একচল্লিশ) টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন। তিনি দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আজ দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ আলী আকবর বাদী হয়ে দুদক সজেকা-১ এ মামালা ২টি দায়ের করেন।