শ্রমিক নেতা দিদারুল হকের ৫ম মৃত্যু বাষিকী পালিত

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-কোষাধ্যক্ষ, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা ও নওয়াপাড়া শাখা কর্মকর্তা ও কার্পেটিং জুটমিলের সিবিএ’র সাবেক যুগ্ম-সম্পাদক দিদারুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ উপলক্ষে মরহুমের কবরস্থান অভয়নগর উপজেলার বুইকারায় পুষ্পস্তবক অর্পণও দোয়া করা হয়। পরে বাদ আছর গোয়াখোলায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।


বিজ্ঞাপন

সকালে দিদারুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি (যশোর জেলা) আশুতোষ বিশ্বাস, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক (নড়াইল জেলা) ওমান শেখ, এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ,বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন , জাতীয় ছাত্রদল, হোটেল শ্রমিক ইউনিয়ন, কার্পেটিং জুটমিলের দলীয় নেতা কর্মীরা মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন সবাই। এ সময় উপস্থিত ছিলেন মরহুম দিদারুল হকের কনিষ্ঠপুত্র বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক রিকোসহ পরিবারের সদস্যরা। এছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ।

এছাড়া বিকাল ৪টায় খুলনা জেলায় বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে নৌ-যান শ্রমিক ফেডারেশনের অফিসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনা জেলার নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে দিদারুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৪শে নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড,অভয়নগর, যশোর, স্মরণ সভায় বাহারুল ইসলাম বাহার সহ-সভাপতি বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মোঃ শাহ আলম ভুঁইয়া, সভাপতি বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, বিশেষ অতিথি হাফিজুর রহমান, সভাপতি বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ও বিশেষ অতিথি নাজিউর রহমান নজরুল, সহ- সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সহ জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট ,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ,বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয়ও আঞ্চলিক নেতৃবৃন্দ স্মরন সভায় বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ২৩শে সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নি:স্বাষ ত্যাগ করেন।