যুবদল-শ্রমিকদল-ছাত্রদল, জামায়াত নেতাদের মুজিব বর্ষ প্রীতি, সমালোচনায় মুখর

চট্টগ্রাম রাজনীতি সারাদেশ

চট্রগ্রাম প্রতিনিধি : গতকাল ২০ নভেম্বর ছিল তাদের নেতা তারেক রহমানের জন্মদিন, সেদিনে যুবদল, শ্রমিক দল,সাবেক ছাত্রদল নেতা ও জামায়াত নেতারা মিলে মুজিব শর্ত বর্ষ মূল্যক ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে
চট্রগ্রাম মহানগর সদরঘাট থানাস্থ ৩০ নং পূর্ব মাদাররবাড়ীর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে সদরঘাট থানা যুবদলের সভাপতি পদপ্রত্যাশী নেয়ামত উল্লাহ তৌহিদ ও চট্রগ্রাম রেলওয়ে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক , শিবির কর্মী শওকত আলীর যৌথ ব্যবস্হাপনায় মুজিব শতবর্ষ পালনের জন্য ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে ,এক প্রকার বিএনপির ঘরনার মানুষ হয়ে কি করে প্রকাশ্যো মুজিব বর্ষ পালন করেন ,সেখানে অতিথির লিষ্টে যাদের নাম ও উপস্হিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য চট্রগ্রাম -০৯ আসনের ধানের শীর্ষের প্রার্থী ২০১৪ সালের শামসুল আলমের নিকট আত্নীয় তানভীর খাঁন প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ,বিশেষ অতিথি হিসাবে যার নাম ছিল তিনি হলেন সদ্য ঘোষিত সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আজম খাজা ও বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বর্তমানে নগর ছাত্রদলের সাবেক নেতা সালাউদ্দিন আলী ,মজার বিষয় হলো,শওকত আজম খাজা ,নেয়ামত উল্লাহ তৌহিদ ,আবু বক্কর সিদ্দিক ,সালাউদ্দিন আলী সবাই মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও মীর হেলালউদ্দিন এর অনুসারী হিসাবে পরিচিত পুরা চট্রগ্রাম জুড়ে ,


বিজ্ঞাপন

আরো তথ্য হলো সাবেক শিবির কর্মী বর্তমান জামায়াত কর্মী শওকত আলী পিতা শিবির রমজান আলী পূর্ব মাদার বাড়ী ২০১৮ সালের নাশকতার মামলার আসামী ছিলেন ২০১৯ সালে কারাবরন করেন, নেয়ামত উল্লাহ তৌহিদ, আবু বক্কর সিদ্দিক, সদ্য ঘোষিত কেন্দ্রিয় সেচ্চাসেবক দলের সহ-সভাপতি শওকত আজম খাজার রাজনৈতিক ছাত্র, ওনাদের গুরু শওকত আজম খাজা ২০১৮ সালে সদরঘাট থানার পুলিম বাদী মামলায় ইয়াবা ও নাশকতার মামলার আসামী, ওনি এখনও কোন মামলায় জামিন না নিয়ে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছেন, পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেন না, বিএনপি জামায়াত মিলে কি করে আওয়ামী লীগ ও প্রশাসনের নাকের ডগায় মুজিব বর্ষ পালনে করে।