জালালাবাদে ইয়াবাসহ ৩মাদক ব্যবসায়ী আটক

অপরাধ সিলেট

নিজস্ব প্রতিনিধি : ০৫/১১/২০২০খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব মোরশেদ সঙ্গীয় অফিসারসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জালালাবাদ থানাধীন কুমারগাঁও তেমুখী পয়েন্টস্থ দিবা-রাত্রী রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় লোকজন মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে অবগত করিয়া সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। কাওছার আহমদ(২৯) পিতা- আব্দুস ছালাম, মাতা- করিমুন নেছা, সাং-বড়পাথর, ২নং বীরশ্রী ইউ/পি, থানা- জকিগঞ্জ, জেলা-সিলেট, ২। মোঃ উজ্জল আহমদ(২৬) পিতা-নুরুজ্জামান, মাতা-সুবিতা বেগম, সাং-একা মধু, পোঃ+ইউ/পি টেংরা বাজার, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, বর্তমানে সাং-বড়ইকান্দি মোগল দোকান, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। পিচ্ছি সনি(২৩) পিতা-মৃত উর্পল দাশ, মাতা-কল্পনা দাশ, (সৎমাতা-সীমা দাশ), সাং-মুক্তারপুর (পূর্বশীল মন্দির), থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ বর্তমানে সাং-পুরান পোলের মুখ, কিংব্রীজের নীচে, থানা- কোতয়ালী মডেল, জেলা-সিলেট(ভাসমান) দেরকে বিকাল অনুমান ১৬:২০ঘটিকার সময় আটক করেন। আটক আসামীদের তল্লাশী করিয়া তাদের হেফাজত হইতে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা উদ্ধারপূর্বক ইংরেজী ০৫/১১/২০২০খ্রিঃ তারিখ ১৬:৩০ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ মাহবুব মোরশেদ বাদী হইয়া উপরোক্ত ০৩ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-০৯, তাং-০৫/১২/২০২০খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের-৩৬(১) টেবিলের ১০(ক)/৪১ রুজু করা হয়। আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। বিষয়টি জনাব মোঃ শাহিন মিয়া, পুলিশ পরিদর্শক(তদন্ত) জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।


বিজ্ঞাপন