বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চরফ্যাশনে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

সারাদেশ

চরফ্যাশন প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে শহরে দলীয় কার্যালয় থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন মিয়া,সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এস.এম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহামদ উল্লাহ,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির ।বক্তব্যে অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, জাতির পিতার ভাস্কর্যে আঘাত করে অশুভ শক্তি আমাদের অস্তিত্বে আঘাত করেছে, আমাদের নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পির সাজানো চরফ্যাশনে পিতা মুজিবের শত্রুর কোন স্থান নাই। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশ গ্রহন করেন।


বিজ্ঞাপন