সিএমপিতে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ২ মূল হোতা গ্রেফতার

অপরাধ চট্টগ্রাম

 

 

নিজস্ব প্রতিনিধি : গত ২৮-১১-২০২০ খ্রীস্টাব্দ সিএমপি’র বন্দর থানাধীন আনন্দ বাজার সাগর পাড়ে ডুব চরে একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া যায়। উক্ত ঘটনায় বন্দর থানার মামলা নং-২০, তারিখ-২৮-১১-২০২০ইং ধারা-৩০২/২০১/৩৪ দঃবিঃ রুজু করা হয়।


বিজ্ঞাপন

উক্ত ঘটনার প্রেক্ষিতে বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয়ের নির্দেশক্রমে অতিঃ উপ-পুলিশ কমিশনার(বন্দর)অলক বিশ্বাস ও সহকারী পুলিশ কমিশনার জনাব কীর্তমান চাকমা এর তত্ত্বাবধানে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ও মামলার তদন্তকারী অফিসার-এসআই/মোঃ ফয়সাল সরোয়ার সহ বন্দর থানার অফিসার এস আই/সাইদুল ইসলাম, এএসআই/আমজাদ হোসেন, এএস্আই/জহির উদ্দিন ০৪/১২/২০২০ খ্রী. ০৪:০০ ঘটিকায় নোয়াখালী জেলার চরজব্বার থানায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সোহাগ ও মোঃ রাসেল প্রঃ শামীম দ্বয়কে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরকীয়া প্রেমের সূত্র ধরে সৃষ্ট শত্রুতার জের ধরে ঘটনার মূলহোতা আজহারের নির্দেশক্রমে মোঃ সোহাগ ও মোঃ রাসেল প্রঃ শামীম ভিকটিম মোঃ ইব্রাহিম খলিলকে হত্যা করে মর্মে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।