এটিইউ কর্তৃক নিষিদ্ধঘোষিত ২ জঙ্গী গ্রেফতার

অপরাধ

 

নিজস্ব প্রতিনিধি : এন্টি টেররিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে ০৬ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক বিকাল ৬.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রাজধানীর বনানী থানাধীন রোড নং- ৭, ব্লক- জি এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সদস্য- ১. মোঃ খলিলুর রহমান (২৮), পিতা- আবু হানিফ মাতা- মোসাঃ রহিমা খাতুন, গ্রাম- একদন্ড আটঘরিয়া, পোস্ট- একদন্ড, থানা- আটঘরিয়া, জেলা- পাবনা, ঢাকা মহানগরী (উত্তর) এর এবং আসামী ২. মোঃ ইমরান হাসান (২৫), পিতা- মোঃ শাহজাহান, মাতা- মোসাঃ ফিরোজা বেগম, থানা- খিলক্ষেত, গাজীপুর মহানগরীর ‘হিযবুত তাহরীর’ এর দায়িত্বশীল হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন জব্দ করেছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীদ্বয় খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইন ভিত্তিক প্রচারণা পরিচালনা করে আসছিল। এছাড়া তারা রাষ্ট্রের অখ-তা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করত। গ্রেফতারকৃত আসামীদ্বয় দক্ষিণখান থানা ডিএমপি এর মামলা নং-৪০, তারিখ-১৮/১১/২০২০ খ্রি: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ধারা ৬(২)/৮/৯/১০/১১/১২/১৩ এর এজাহারভুক্ত সন্ধিগ্ধ পলাতক আসামী। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।