র‌্যাব-৯ কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আটক ১

অপরাধ

 

নিজস্ব প্রতিনিধি : এসআই(নিরস্ত্র) মোঃ বাহার উদ্দিন, র‌্যাব-৯, সিলেট সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পিসিসি নং-৭৯০/২০, তারিখঃ ০৭/১২/২০২০ ইং মূলে এসএমপি’র জালালাবাদ থানাধীন নিয়মিত টহল ডিউটি করাকালে ০৭/১২/২০২০ইং ২০.১০ ঘটিকার পাঠানটুলা পয়েন্ট এলাকায় অবস্থান করাকালে বিশ্বস্থ সূত্রে জানতে পারেন যে, এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন মদিনা মাকের্টের আল-মদিনা ম্যানশনের মাছ বাজারের পিছনে চা দোকানের ভিতর একজন ব্যক্তি অবস্থান করিতেছে, যেকিনা সোশ্যাল মিডিয়ায় তার ব্যবহৃত Facebookইউজার নেইম মোঃ আব্দুল কাদের হইতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব এ্যাডভোকেট আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সেনাপ্রধান জেনারেল আজিজ আহাম্মেদ, আইজিপি জনাব ড. বেনজীর আহাম্মেদ, সড়ক ও পরিবহন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং মাননীয় সংসদ সদস্য এর ছবি স¤¦লিত ও ছবি বিহীন কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোষ্ট ও শেয়ার করছে । এছাড়া বর্তমান সরকার বিরোধী ও আইন শৃংঙ্খলা বাহিনী বিরোধী উসকানীমূলক তথ্য ফেইসবুকে প্রচার করে আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট অফিসার ফোর্স ঘটনাস্থল তথা এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন মদিনা মাকের্টের আল-মদিনা ম্যানশনের মাছ বাজারের পিছনে চা দোকানের ভিতর উপস্থিত হয়ে ঘটনায় জড়িত আসামী মোঃ আব্দুল কাদের (২৯), পিতাঃ মৃত মোঃ আব্দুন নূর, সাং- নতুনপারকুল, থানাঃ কোম্পানীগঞ্জ, জেলাঃ সিলেট,বর্তমানে মোঃ আব্দুল কাইয়ুম এর বাসা, পাঠানটুলা, থানাঃ জালালাবাদ, এসএমপি, সিলেটকে ০৭/১২/২০২০ইং তারিখ ২১:৫০ঘটিকায় আটক করতঃ তাহার হেফাজত হইতে ০১টি ট্যাব উদ্ধার পূর্বক জব্দ করেন।
ধৃত আসামী মোঃ আব্দুল কাদের (২৯) স্বজ্ঞানে ইচ্ছাকৃত ভাবে তাহার ব্যবহৃত ‌‌‍’Facebook ID মোঃ আব্দুল কাদের ” এর মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি জনাব এ্যাডভোকেট আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সেনাপ্রধান জেনারেল আজিজ আহাম্মেদ, আইজিপি ড.বেনজির আহাম্মেদ, সহ আরো অন্যান্য গন্যমান্য ব্যাক্তি বর্গের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য এবং সরকার বিরোধী ও আইন শৃংখলা বাহিনী বিরোধী উসকানীমূলক মন্তব্য পোষ্টের মাধ্যমে বিশৃখলা এবং আইন শৃংখলা পরিস্থিতি অবনতির ঘটনা সৃষ্টি করার উদ্দেশ্যে মন্তব্য পোষ্ট, শেয়ার করিয়া অপরাধ করিয়াছে। উক্ত ঘটনায় এসআই(নিরস্ত্র) মোঃ বাহার উদ্দিন, র‌্যাব-৯, সিলেট বাদী হয়ে জালালাবাদ থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১৫ তাং-০৮/১২/২০২০ইং ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(২)/২৮(২)/২৯)/৩১(২) ধারা রুজু হয়। মামলাটি এসআই(নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান তদন্ত করিতেছেন। আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। বিষয়টি অকিল উদ্দিন আহম্মদ, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।


বিজ্ঞাপন