সিএমপির পাহাড়তলীতে হত্যাকান্ড মামলায় গ্রেফতার ৫

অপরাধ

 

 

 

নিজস্ব প্রতিনিধি : গত ০৬/১২/২০২০খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮:৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীস্থ মন্ত্রীর বাড়ীর সামনে কার্টুন ফ্যাক্টীর পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা আসামী/আসামীরা মামলার ভিকটিম মোঃ মাহাবুব (৩২) এর বন্ধু জনৈক মোবারক হোসেন (৩০)কে এলোপাথারি কিল, ঘুসি, লাথি মারতে থাকে। তখন ভিকটিম মোঃ মাহাবুব (৩২) তাহার বন্ধু মোবারক হোসেন (৩০)কে অজ্ঞাতনামা আসামী/আসামীদের হাত থেকে রক্ষার জন্য আগাইয়া গেলে অজ্ঞাতনামা আসামীদের সাথে তাহার তর্কাতর্কি সৃষ্টি হয়। উক্ত তর্কাতর্কিকে কেন্দ্র করিয়া অজ্ঞাতনামা আসামী/আসামীরা পুনরায় ধারালো ছুরি সহ গত ০৬/১২/২০২০খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:১০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীস্থ মন্ত্রীর বাড়ীর সামনে কার্টুন ফ্যাক্টীর পাকা রাস্তার উপর আসিয়া ভিকটিম মোঃ মাহাবুব (৩২)কে একা পাইয়া এলোপাহাড়ী মারধর করতঃ ভিকটিম মোঃ মাহাবুব (৩২) এর কোমড়ের বাম পার্শ্বে নিচের বাম উরুর উপরিভাগে ছুরিকাঘাত করিয়া গুরুতর মারাত্মক রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিম মোঃ মাহাবুব (৩২)কে হাসপাতালে নেওয়ার পর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক, অপারেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন, এসআই-মোঃ ওমর ফারুক, এসআই-মোঃ রেজোয়ানুল ইসলাম, এএসআই-উত্তম ধর, এএসআই-কৌশিক চৌধুরী সহ সঙ্গীয় অফিসার ফোর্স ঘাটস্থলের আশপাশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ১। মোঃ আমির হোসেন (১৮), ২। মো: মোবারক হোসেন শাকিল (১৯), ৩। মো: মোবারক হোসেন (১৯), ৪। মো: আমিনুল ইসলাম তুহিন (২০) ৫। মো: শাহ আলম (১৯)দেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ১। মোঃ আমির হোসেন (১৮), ২। মো: মোবারক হোসেন শাকিল (১৯), ৩। মো: মোবারক হোসেন (১৯) গন অদ্য বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় এঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।


বিজ্ঞাপন