সারাদেশে দুদক এনফোর্সমেন্টের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : বরিশালে সেতু ইজারায় অনিয়ম এবং সরকার নির্ধারিত টোলের চেয়ে অধিক টাকা আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত এক অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হাফিজুর রহমান -এর নেতৃত্বে ০৮-১২-২০২০ খ্রি: এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক এনফোর্সমেন্ট টিম বরিশালের শিকারপুর – দোয়ারিকা সেতুর (ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) টোল গ্রহণ কার্যক্রম খতিয়ে দেখে। অভিযোগস্থলে উপস্থিত এলাকাবাসী এবং যানবাহনের চালকগণ উল্লিখিত সেতু হতে নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক টোল আদায় করা হয় মর্মে দুদক টিমের নিকট অভিযোগ করেন। বিস্তারিত যাচাইয়ের লক্ষ্যে টিম সড়ক ও জনপথ অধিদপ্তর হতে ইজারা প্রদান, টোলের হার, ভাড়া আদায়ের পদ্ধতি, প্রভৃতি সংক্রান্ত নথি সংগ্রহ করে। নথিপত্র যাচাইপূর্বক টিম অভিযোগের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চেয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।


বিজ্ঞাপন

এছাড়া কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যালয় স্থাপনে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগের রংপুর জেলা কার্যালয় হতে অপর একটি অভিযান পরিচালিত হয়েছে।