অভয়নগরে ৯ডিসেম্বর পাক-হানাদার মুক্ত দিবস উদযাপণ

সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে ৯ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিজয়ের মাসে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে নওয়াপাড়া ইনষ্টিটিউট অডিটোরিয়ামে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সমাবেশে অভয়নগর মুক্ত দিবস উদ্যাপন কমিটির সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. আনোয়ার হোসেন খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসাইন খাঁন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মেদ খাঁন, অভয়নগর মুক্ত দিবস উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম সহ প্রমূখ। ১৯৭১ সালের মক্তিযুদ্ধে সহ দেশের জন্যে যে সকল মানুষ জীবন উৎসর্গ করে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে খাবার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


বিজ্ঞাপন